About Us
শিক্ষা ও সংস্কৃতির ঐতিহ্যমন্ডিত জনপদ পাবনার প্রাণ কেন্দ্রে প্রানভোমরার ন্যয় পাবনা কলেজের অবস্থান। ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়ে এই প্রতিষ্ঠান প্রজ্বলিত শিখার ন্যায় স্বকৗয় মহিমায় আলোকিত করে চলছে অত্র অঞ্চলকে। শিক্ষার সেই সুমহান আলোকে আবলাহন করে এই অঞ্চলের সন্তানেরো যোগ্য ও সুনাগরিক হয়ে উঠছে। কলেজেটিতে বতমান উচ্চ মাধ্যমিক, ডিগ্রী, স্মাতক (সম্মান) ও বিবিএ (প্রফেশনাল) কোস সহ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচ,এস,সি ও বিএ/বিএসএস প্রোগ্রাম অত্যান্ত সুনামের সাথে পরিচালিত হচ্ছে। কলেজের নিয়মানুবতিতা সুশৃঙ্খলতা ও দক্ষ শিক্ষক মন্ডলীর দ্বায়ীত্বশীলতা প্রশংসনীয়। নিজস্ব ওয়েব সাইট চালুর উদ্দ্যেগের মাধ্যমে আধুনিকতা ও প্রযুক্তি নিভরতার ছাপ ও সুস্পষ্ট যা ডিজিটাল বাংলাদেশের যাত্রাপথের সাক্ষী হয়ে থাকবে। পাবনা শহরের অত্যান্ত গুরুত্বপূন এই কলেজটি সেন গোটা পাবনাবাসীর আকাঙ্খা আবেগ ও ভরসার স্থল। এই প্রতিষ্ঠান পরিচালনার সাথে জড়িত সকলেই আন্তরিক ও মনোযোগী। পাবনা কলেজ, পাবনা একটি আদশ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পাবনা শহরের প্রানকেন্দ্রে দন্ডায়মান।